Print Date & Time : 19 August 2025 Tuesday 1:11 pm

যুবকের হেপাটাইটিস বি পরীক্ষা, ফলাফল এলো অন্তঃসত্ত্বা!

প্রতিনিধি, কুমিল্লা: বছর ২৫ বয়সী ‍যুবক সবুজ মিয়া। পড়শোনা শেষ করে স্থির করেছিলেন পরিবারের আর্থিক উন্নতির জন্য পাড়ি দিবেন বিদেশে। আর সে জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করিয়েছিলেন ‘হেপাটাইটিস বি’ পরীক্ষা।

কিন্তু বিধিরাম! পরীক্ষার রির্পোটে যে ফল আসলো সেটি রীতিমত বিব্রতকর। কুমিল্লার দাউদকন্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা সবুজের সে মেডিকেল পরীক্ষায় বলা সে অন্তঃসত্ত্বা! আর এই ঘটনায় বিব্রত হওয়ার পাশাপাশি ক্ষুব্ধ ওই যুবক।

সবুজ মিয়া জানান, গত ১ মার্চ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস বি পরীক্ষার জন্য রক্তের নমুনা দিয়েছিলেন তিনি। আর গত ৩ তারিখে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার পরীক্ষার ফলাফলে বলা হয় তিনি অন্তঃস্বত্ত্বা! ঘটনার দুইদিন পেড়িয়ে গেলেও এখনও সেটি সংশোধনের ব্যবস্থা করা হয় নি।

এই বিষয়ে রক্তের নমুনা পরীক্ষার ফলাফলে স্বাক্ষর করা দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (ল্যাব) মো. মকবুল হোসেন বলেন, ‘প্রচণ্ড ভিড়ের মধ্যে ভুল করে এমন প্রতিবেদন দেওয়া হয়েছে।’

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদ আল হাসান বলেন, ‘হেপাটাইটিস বি পরীক্ষা করতে গিয়ে কোনো ছেলের অন্তঃসত্ত্বা পজিটিভ রিপোর্ট আসার কথা নয়। প্রতিবেদনটি দেখে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’