Print Date & Time : 6 September 2025 Saturday 1:52 am

যুবলীগের মহাসমাবেশে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের মহাসমাবেশ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুর আড়াইটার দিকে সমাবেশস্থলে যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমেই জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়িয়ে যুবলীগের সুবর্ণজয়ন্তীর বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। সমাবেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুবলীগ নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তিনি।

মহাসমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানে । আজকের এ সমাবেশকে যুবসমাবেশ বলা হলেও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত আছেন। এ সমাবেশের মধ্যে দিয়ে সরকারবিরোধী দলগুলোকেও একটা সতর্কবার্তা দিতে চায় যুবলীগ। এজন্য তারা সোহরাওয়ার্দী উদ্যানে আজকের সমাবেশে জন উপস্থিতির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।