নিজস্ব প্রতিবেদক: কাটা গাছের ক্ষতিপূরণ এবং রাজধানীর পরিবেশ সংরক্ষণে এক লাখ গাছ রোপণ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। গতকাল মঙ্গলবার তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়কে ১২১টি গাছ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করেন মেয়র মো. আতিকুল ইসলাম।
মেয়র আতিক বলেন, একটি শিশুকে বড় করতে যেমন সবার সহযোগিতা দরকার, তেমনি প্রতিটি গাছ বড় করতেও নগরবাসীর সাহায্য প্রয়োজন।
তিনি বলেন, নগরবাসীকে অনুরোধ করছি, যেসব গাছ লাগাব, সেগুলোর মাথাটা ভেঙে দেবেন না। তাদের বেড়ে উঠতে সহায়তা করুন। পাশাপাশি আমাদের কাউন্সিলরদের মধ্যে একটা প্রতিযোগিতা হবে, গাছ লাগানোর পর কাউন্সিলররা তদারকি করে কোন ওয়ার্ডে কতটি গাছ বাঁচিয়েছেন। সেটির একটি পুরস্কার দেয়া হবে।
রাজধানীতে দুই সিটি করপোরেশনের নেয়া বিভিন্ন উন্নয়নকাজের জন্য অনেক এলাকায় ফুটপাত, সড়ক বিভাজকের গাছ কাটা পড়েছে। এ নিয়ে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, নাগরিকদের সমালোচনার মধ্যে এক লাখ গাছ রোপণের প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র।
সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করে তিনি সাংবাদিকদের বলেন, বৃক্ষরোপণ অভিযানের রূপরেখা তৈরি করতে স্থপতি, নগর পরিকল্পনাবিদ, বন বিভাগসহ বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে একাধিক বৈঠক করেছে সিটি করপোরেশন। কোনো কোনো জায়গায় কী গাছ লাগানো হবে তার একটি তালিকা তৈরি করা হয়েছে। ফুটপাতে একটি গাছ থেকে ২০ ফুট দূরত্বে আরেকটি গাছ লাগানো হবে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, নতুন ড্যাপে নিয়ম করা হয়েছে, বাড়ি করতে হলে অন্তত ৩০ শতাংশ জায়গা ছেড়ে করতে হবে। ওই জায়গায় অন্তত একটি করে গাছ লাগানো যেন বাধ্যতামূলক করা হয়, তা নিশ্চিত করতে রাজউককে চিঠি দিয়েছে উত্তর সিটি।
এ সময় মেয়র আতিকুল ইসলামের মেয়ে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনও উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, নগর পরিকল্পনাবিদ আকতার মাহমুদ, প্রধান বন সংরক্ষক আমিন হোসেন চৌধুরী এবং ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।