যৌথভাবে বিদ্যুৎ উৎপাদন করবে প্যারামাউন্ট টেক্স ও বাংলা ট্র্যাক

নিজস্ব প্রতিবেদক: বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড এবং বাংলা ট্র্যাক লিমিটেডের যৌথ মালিকানায় গঠিত প্যারামাউন্ট বিট্র্যাক এনার্জি কনসোর্টিয়াম বিদ্যুৎ উৎপাদনের জন্য অনুমতিপত্র পেয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি ২০১৮ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিদ্যুৎ উৎপাদনের জন্য প্যারামাউন্ট বিট্র্যাক এনার্জি কনসোর্টিয়ামকে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেয়। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটি সিরাজগঞ্জের বাঘাবাড়িতে নির্মাণ করা হবে। বিপিডিবি বেসরকারি খাতের বিদ্যুৎ উৎপাদন নীতির অধীনে কোম্পানিটিকে পাঁচ বছরের জন্য বিদ্যুৎ উৎপাদনের অনুমতি দিয়েছে। কোম্পানিটির ৪৯ শতাংশ শেয়ারের মালিক প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড এবং ৫১ শতাংশ শেয়ারের মালিক হবে বাংলা ট্র্যাক লিমিটেড (বিটিএল)।

এদিকে গতকাল ডিএসইতে প্যারামাউন্ট টেক্সের শেয়ারদর ৩০ পয়সা বা দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। শেয়ারটি সবশেষ লেনদেন হয় ৪৪ টাকা ১০ পয়সায়। কোম্পানিটির ১১ লাখ ২৭ হাজার ৪৮৪টি শেয়ার ৭৬৮ বার হাতবদল হয় ৪ কোটি ৯৯ লাখ টাকায়।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের পাঁচ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। সর্বশেষ হিসাববছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৯২ পয়সা, আগের হিসাববছরে যা ছিল এক টাকা ৮৪ পয়সা। ৩০ জুন-এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২১ টাকা ২৮ পয়সায়। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে ১০ শতাংশ নগদ ও সাত শতাংশ বোনাস লভ্যাংশ দেয় প্যারামাউন্ট টেক্সটাইল। ২০১৫ হিসাববছরে ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এদিকে চলতি হিসাববছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ৭৭ পয়সা ইপিএস হয়েছে। আগের বছর একই সময়ে যা ছিল ৬৮ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়ায় ১৯ টাকা ৪৪ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত যা ছিল ১৮ টাকা শূন্য আট পয়সা।

গত ৮ জানুয়ারি ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ অনুসারে, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ বিদ্যুৎ প্রকল্প গঠনের জন্য প্যারামাউন্ট অ্যাকর্ন এনার্জি কনসোর্টিয়ামকে বাদ দিয়ে বাংলা ট্র্যাক লিমিটেডকে কনসোর্টিয়ামে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় এবং কনসোর্টিয়ামের নতুন নামকরণ করে ‘প্যারামাউন্ট বিট্র্যাক এনার্জি কনসোর্টিয়াম।

বোনাস শেয়ার সমন্বয়ের পর সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ২৫ দশমিক ১৭, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে যা ২৮ দশমিক ৪৪।

এ ক্যাটেগরির কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০০ কোটি টাকা অনুমোদিত ও ১২৯ কোটি টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির রিজার্ভে আছে ৬৬ কোটি পাঁচ লাখ টাকা। মোট শেয়ারের ৬০ দশমিক ৭৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, সাত দশমিক শূন্য আট শতাংশ প্রাতিষ্ঠানিক ও ৩২ দশমিক ১৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।