ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর মাঠে গড়াতে বাকি আর মাত্র তিন মাস। এর আগেই অবশ্য সাত ফ্র্যাঞ্চাইজির মধ্যে ছয় ফ্র্যাঞ্চাইজিই আগের আসর থেকে সর্বোচ্চ চারজন ক্রিকেটার ধরে রেখেছে। এর মধ্যে একজন আবার রয়েছেন আইকন। সে হিসেবে বিদেশিদের দেখা যায় রংপুর রাইডার্সে ক্রিস গেইল। ঢাকা ডায়নামাইটসে সুনীল নারাইন ও কিরণ পোলার্ড। এদিকে খুলনা ধরে রেখেছে কার্লোস ব্রেথওয়েটকে। সেহেল তানভিরকে সিলেট আর শোয়েব মালিককে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তবে রাজশাহী কিংস ভরসা রেখেছে দেশি ক্রিকেটারের ওপরই।
আগেরবার বিপিএলে খেলা চার ক্রিকেটার (দেশি-বিদেশি মিলিয়ে) ধরে রাখার তালিকা জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল ৩০ সেপ্টেম্বর। যদিও তার আগেই চিটাগং ভাইকিংস ছাড়া বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো কোন চারজন ক্রিকেটারকে রেখে দিচ্ছেÑসেটা স্পষ্ট করেছে।
বিপিএল গভর্নিং কাউন্সিল এবং বিভিন্ন দলের মিডিয়া ম্যানেজারের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম ভাইকিংস ছাড়া বাকি ছয় দল নির্ধারিত সময়ের মধ্যেই দেশি-বিদেশি মিলিয়ে আইকনসহ চার ধরে রাখা খেলোয়াড়ের তালিকা বিপিএল গভর্নিং কাউন্সিলে জমা দিয়েছে। যদিও দেশি-বিদেশি মিলে চার ক্রিকেটার ধরে রাখার কথা; কিন্তু ঢাকা ডায়নামাইটস ছাড়া বাকি পাঁচ দল বেশিরভাগ দেশি খেলোয়াড়কেই ধরে রেখেছে। তার আগেই অবশ্য জানা গিয়েছিল আইকন হিসেবে রংপুরে এবারও খেলবেন মাশরাফি বিন মুর্তজা আর সাকিব ঢাকায়; তামিম কুমিল্লায়। মোস্তাফিজুর রাজশাহী ও মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন খুলনায়। এদিকে গত পরশু জানা যায়, এবার সিলেটের আইকন লিটন দাস।
এবারের বিপিএলে চিটাগং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়িয়েছে ডিবিবিএল গ্রুপ। যে কারণে এখনও ওই দলটির কোনো কিছুই ঠিক হয়নি। তবে একটি ব্যাপার নিশ্চিত, বন্দরনগরী দলটির এবার আইকন হবেন মুশফিকুর রহীম। কেননা, এই ক্যাটেগরি থেকে এখনও তাকেই কেউ দলে ভেড়ায়নি।
একনজরে ছয় দলের ধরে রাখা খেলোয়াড়
ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান (আইকন), সুনীল নারাইন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড
কুমিল্লা ভিক্টোরিয়ানস: তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, শোয়েব মালিক, মোহাম্মদ সাইফউদ্দিন
সিলেট সিক্সার্স: লিটন দাস (আইকন), সাব্বির রহমান, নাসির হোসেন, সোহেল তানভীর
রংপুর রাইডার্স: মাশরাফি বিন মুর্তজা (আইকন), ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন
খুলনা টাইটানস: মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্রেথওয়েট, আরিফুল হক
রাজশাহী কিংস: মোস্তাফিজুর রহমান (আইকন), মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, মুমিনুল হক
