প্রতিনিধি, রংপুর: রংপুর জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৪০ জনকে জেলা পুলিশ রংপুরের পক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান হয়। শনিবার (৩১ মে) জেলা পুলিশ লাইন্সের হলরুমে নিয়োগ বোর্ডের সভাপতি ও দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানান।
এ সময় তিনি উত্তীর্ণ প্রার্থীদেরকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) শরিফুল ইসলাম, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান। সার্বিক সহযোগিতা করেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন।
উল্লেখ্য, “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে গত শুক্রবার (৩০মে) রংপুর জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কন্সটেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ফেব্রুয়ারী ২০২৫ এর মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে ৩৮ জন পুরুষ ও ২জন নারী উত্তীর্ণ হয়।