রংপুরে বাস উল্টে একজন নিহত

প্রতিনিধি, পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পিকআপভ্যানকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ যাত্রী। আহদের মধ্যে ৭ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ইছলারহাট ও গাইবান্ধার সুন্দরগঞ্জের জামালহাটের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপকে সাইড দিতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের ওপর উল্টে গিয়ে ঘটনাস্থলেই রফিকুল ইসলামের মৃত্যু হয়। এ সময় নারী ও শিশুসহ কমপক্ষে ২০ যাত্রী আহত হন।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী বলেন, দুর্ঘটনাস্থল থেকে একজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তরসহ আহতদের রমেক হাসপাতালে পাঠানো হয়েছে।