Print Date & Time : 9 September 2025 Tuesday 2:24 pm

রংপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

প্রতিনিধি, রংপুর:‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’ এ সেøাগান প্রতিপাদ্য করে রংপুরে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। রংপুর প্রেস ক্লাবের আয়োজনে দিবসটি উপলক্ষে গতকাল বুধবার আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

প্রেস ক্লাব সভাপতি মাহবুবার রহমান হাবুর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পি, দৈনিক দাবানলের সম্পাদক খন্দকার মোস্তফা সরওয়ার অনু,  বাংলাদেশ প্রতিদিনের রংপুর প্রতিনিধি ও দৈনিক যুগের আলো পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক নজরুল মৃধা, মানবজমিন পত্রিকার রংপুর প্রতিনিধি জাবেদ ইকবাল, যায়যায়দিনের রংপুর প্রতিনিধি আবেদুল হাফিজ, প্রবীণ সাংবাদিক জয়নাল আবেদিন, সাংবাদিক আব্দুর রহমান মিন্টু, দৈনিক দাবানলের নির্বাহী সম্পাদক সুশান্ত ভৌমিক,  বার্তা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, মানবকণ্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন কখদুমী, সিএনবির প্রতিনিধি বর্ণালী জামান প্রমুখ।