রংপুর অঞ্চল রেলপথে বন্যায় ব্যাপক ক্ষতি

জাহেদুল ইসলাম সমাপ্ত, লালমনিরহাট: টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে রংপুর অঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যায় রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় ১৩ আগস্ট থেকে চলাচল বন্ধ রয়েছে দুটি আন্তঃনগরসহ ২২টি ট্রেন। ফলে ঈদের আগে ক্ষতিগ্রস্ত এই রেলপথ মেরামত করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে যাত্রীদের মধ্যে। তবে ঈদের আগেই ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত করা হবে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।

বন্যায় রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে রেলপথের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। বন্যার পানিতে লালমনিরহাট রেল বিভাগের কাউনিয়া-তিস্তা-মহেন্দ্রনগর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় ২০টি স্থানে ১৫-৩০ ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া কোথাও কোথাও সিøপার ভেসে গেছে। লালমনিরহাটের হাতীবান্ধায় ১২০ ফুট রেলপথ নদীতে বিলীন হয়েছে। কুড়িগ্রামে রেলের দুটি ব্রিজ ভেঙে যাওয়ায় কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

দিনাজপুরের চিরিরবন্দর থেকে মš§থপুর পর্যন্ত ২২ কিলোমিটার রেলপথের ৪৮টি স্থানে সিøপার সরে গিয়ে রেললাইনের নিচে বড় গর্ত সৃষ্টি হয়েছে। দিনাজপুরের ১৩ এম ব্রিজের দুপাশে ৫০ ফুট জায়গায় পাঁচ ফুট গভীর গর্ত হয়েছে। কাঞ্চন থেকে বাজনাহার পর্যন্ত চার কিলোমিটার রেলপথের সিøপার সরে গিয়ে গভীর গর্ত হয়েছে। আবার কাঞ্চন থেকে বিরল পর্যন্ত এক কিলোমিটার রেলপথ বিলীন হয়েছে। দিনাজপুর সদরের কাউগাঁও এলাকার এক কিলোমিটার রেললাইন এখনও পানির নিচে।

সব মিলে রংপুর বিভাগের প্রায় ১০০ কিলোমিটার রেলপথ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ১৩ আগস্ট থেকে চলাচল বন্ধ রয়েছে দুটি আন্তঃনগরসহ ২২টি ট্রেন। ফলে ঈদের আগে ক্ষতিগ্রস্ত এই রেলপথ মেরামত করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে যাত্রীদের মধ্যে।

পশ্চিম অঞ্চলীয় রেলওয়ের প্রধান পরিবহন কর্মকর্তা বেলাল উদ্দিন জানান, বন্যার কারণে দুটি আন্তঃনগরসহ প্রায় ২২টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে ১৩ আগস্ট থেকে। ঈদের আগেই রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।

পশ্চিম অঞ্চলীয় রেলের প্রধান প্রকৌশলী রমজান আলী জানান, বন্যায় দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁওসহ রংপুর বিভাগে প্রায় ১০০ কিলোমিটারের বেশি রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কয়েকটি ব্রিজও রয়েছে। রেলপথের প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ২৫ কোটি টাকা নিরূপণ করা হয়েছে। ঈদের আগে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক নাজমুল ইসলাম জানান, পশ্চিমাঞ্চল রেল বিভাগে ছোট-বড় মোট ১৭৬টি স্থানে ক্ষতি হয়েছে। গতকাল বুধবার পর্যন্ত ৯৬টি ক্ষতিগ্রস্ত স্থান মেরামত করা হয়েছে। বাকিগুলো খুব তাড়াতাড়ি মেরামত করা হবে।