আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেড রংপুরে পীরগাছা শাখার অধীনে “মাহিগঞ্জ উপশাখা”, কুরিগ্রাম শাখার অধীনে “উলিপুর উপশাখা” এবং রংপুর শাখার অধীনে “শঠিবাড়ি উপশাখা” উদ্বোধন করে। উপশাখা ৩টির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর সম্মানিত পরিচালক মোঃ সিরাজুল ইসলাম ভরসা। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় জন-প্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক গ্রাহকবৃন্দ। এ সময় ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ উপস্থিত সকলকে ব্যাংকের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ব্যাংকিং সেবার মান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকান্ডকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Print Date & Time : 9 July 2025 Wednesday 1:31 am
রংপুর বিভাগে “মাহিগঞ্জ, উলিপুর এবং শঠিবাড়ি” উপশাখা ৩টির শুভ উদ্বোধন
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: