Print Date & Time : 11 August 2025 Monday 1:36 pm

রংপুর রাইডার্সে ম্যাককালাম

ক্রীড়া ডেস্ক: প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নাম লেখালেন ব্র্যান্ডন ম্যাককালাম। আসন্ন বিপিএলে নিউজিল্যান্ডের সাবেক এ অধিনায়ক খেলবেন রংপুর রাইডার্সে। গতকাল সংবাদমাধ্যমকে ব্যাপারটি নিশ্চিত করেন উত্তরাঞ্চলের দলটির সিইও ইশতিয়াক সাদেক।

দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার কথা ছিল ম্যাকালামের। কিন্তু হঠাৎ করেই প্রোটিয়াদের ওই টুর্নামেন্ট মাঠে গড়ানো থেকে সরে আসে কর্তৃপক্ষ। যে কারণে নিউজিল্যান্ডের মারমুখী এ ব্যাটসম্যান নাম লেখালেন বিপিএলে। আর এ সুযোগটি লুফে নিয়েছে রংপুর। যদিও উত্তরাঞ্চলের দলটি শুরুর তিনটি ম্যাচ তাকে পাবে না। ১৫ নভেম্বর থেকে দলের সঙ্গে যোগ দেবেন ম্যাককালাম।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন ম্যাককালাম। তবে বিশ্বব্যাপী টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোয় নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। সম্প্রতি ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি বø্যাস্ট ও ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন ডানহাতি এ ব্যাটসম্যান। তারই পথ ধরে এবার এ বিধ্বংসী খেলবেন বিপিএলে।

এর আগে শ্রীলঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা ও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইলকে দলে টানে রংপুর। আসন্ন বিপিএলে দলটির নেতৃত্বে মাশরাফি বিন মুর্তজা।

একনজরে রংপুর রাইডার্স স্কোয়াড

দেশি: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফিস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আবদুর রাজ্জাক, ইবাদত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম, জহির খান, শামসুর রহমান।

বিদেশি: রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, ক্রিস গেইল, শামিউল্লাহ শেনওয়ারি, স্যাম হেইন, লাসিথ মালিঙ্গা ও ব্র্যান্ডন ম্যাককালাম।