রংপুর শিবিরে ডি ভিলিয়ার্স

ক্রীড়া প্রতিবেদক: সব শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে চলে এসেছেন এবিডি ভিলিয়ার্স। গতকাল সকালে ঢাকায় পা রাখেন তিনি। দুপুরে সিলেটে অবস্থানরত রংপুর শিবিরে যোগ দেন এ মারকুটে ব্যাটসম্যান। সব ঠিক থাকলে আগামীকালই মাঠে নামবেন দক্ষিণ আফ্রিকার সাবেক এ অধিনায়ক। এদিকে তার জাতীয় দলের সতীর্থ ওয়েন পারলেনও যোগ দিয়েছেন উত্তরবঙ্গের দলটিতে।
এবারের বিপিএলে ব্রেন্ডন ম্যাককালামকে ছেড়ে দেওয়ায় রংপুর শিবিরে কিছুটা হলেও দেখা দিয়েছিল হতাশা। তবে এবি ডি ভিলিয়ার্সকে দলে ভিড়িয়ে সেটা নিশ্চয়ই কেটেছে দলটির।
মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে এবারের বিপিএলেও খেলছে রংপুর। দলটিতে রয়েছেন ক্রিস গেইল, রাইলি রুশো, মোহাম্মদ মিথুনদের মতো ক্রিকেটাররা। তাদের সঙ্গে এবার এবি ডি ভিলিয়ার্স যোগ দেওয়ায় নিশ্চয়ই ব্যাটিংয়ে শক্তি বাড়ছে বিপিএল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
এখন পর্যন্ত চলতি বিপিএলে ছয়টি ম্যাচ খেলেছে রংপুর। তার মধ্যে চার হারের বিপরীতে দুটিতে জিতেছে দলটি। যে কারণে পয়েন্ট টেবিলের পঞ্চমস্থানে রয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। তবে এবিডি ভিলিয়ার্স যোগ দেওয়ায় সবাই আশা করছেন দ্রুতই টেবিলের উন্নতি হবে বিপিএল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। হয়তো সেটা আগামীকাল থেকেই দেখা যাবে।