রআরএন স্পিনিংয়ের পর্ষদ সভা ২৯ আগস্ট

নিজস্ব প্রতিবেদক: আরএন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, আগামী ২৯ আগস্ট বেলা সাড়ে ৩টায় ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল কোম্পানিটির চার কোটি ৩৯ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দিনজুড়ে ১৯ লাখ ৭৩ হাজার ৯৭৪টি শেয়ার মোট এক হাজার ৩৬৩ বার হাতবদল হয়। শেয়ারদর দুই দশমিক ২৯ শতাংশ বা ৫০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২২ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ২২ টাকা ৪০ পয়সা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ২১ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ২২ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ১৬ টাকা ৬০ পয়সা থেকে ৩৫ টাকায় ওঠানামা করে।
২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত ১৮ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ওই সময় শেয়ারপ্রতি লোকসান হয়েছে এক টাকা এক পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ৩৭ পয়সা। ওই সময় কর-পরবর্তী লোকসান ছিল ২৪ কোটি ৯৭ লাখ ৬০ হাজার টাকা। ২০১৪ সালের জন্য কোনো লভ্যাংশ দেয়নি।
কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৯৭ কোটি ৩৮ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২৪৬ কোটি ৫৫ লাখ টাকা।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪০ পয়সা, আগের বছরের একই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল চার পয়সা। অন্যদিকে গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এনএভি হয়েছে ২৩ টাকা ৯৭ পয়সা, যা আগের বছরের একই সময় ২৫ টাকা ৬৫ পয়সা ছিল। ওই সময় কর-পরবর্তী লোকসান হয়েছিল ৯ কোটি ৮৯ লাখ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৩২ পয়সা, আগের বছর একই সময় শেয়ারপ্রতি লোকসান ছিল ২০ পয়সা। দুই প্রান্তিকে অর্থাৎ গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে আট পয়সা।