রওশন এরশাদ তিনটি মনোনয়ন ফরম নেবেন: জাপা মহাস‌চিব

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নু বলেছেন, তাদের পা‌র্টির প্রধান পৃষ্ট‌পোষক রওশন এরশাদ তিনটি আসনের জন্য ম‌নোনয়ন ফরম চে‌য়ে‌ছেন। তবে কবে নেবেন সে‌টি নি‌শ্চিত করতে পারেননি দল‌টির মহাস‌চিব।

শনিবার (২৫ শে নভেম্বর) দ্বিতীয় দিনের মতো মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা জানান চুন্নু।

তিনি জানান, ৩০০ আসনে ১৮শ’র বেশি মনোনয়ন ফরম বিক্রি করেছে জাতীয় পার্টি। আনুষ্ঠা‌নিকভা‌বে ফরম বি‌ক্রি শেষ হ‌য়ে গে‌লেও চেয়ারম্যান চাই‌লে যেকো‌নো সময় ফরম দি‌তে পার‌বেন।

রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির চেয়ারম্যান জিএম কাদেরসহ দলের সিনিয়র নেতারা সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাতকার নেন। মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, সুযোগ পেলে কাজ করবেন জনগণের কল্যাণে।

এবার সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নিজ নিজ এলাকায় জনপ্রিয়তার বিষয় বিবেচনা করা হচ্ছে বলে জানান দলটির মহাসচিব। দলে কোনো বিভেদ নেই জানিয়ে তিনি বলেন, রওশন এরশাদের ৩টি আসনের জন্য মনোনয়ন সংগ্রহের কথা রয়েছে।

সবকিছু ঠিক থাকলে, যাচাই বাছাই শেষে আগামী ২৭শে নভেম্বর ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে জাতীয় পার্টি।