Print Date & Time : 14 September 2025 Sunday 7:10 pm

রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ এনআইডি সার্ভার

নিজস্ব প্রতিবেদক: রক্ষণাবেক্ষণের জন্য গতকাল মঙ্গলবার সকাল থেকে বন্ধ রয়েছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার। আজ বুধবার বেলা ২টা পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে।

এনআইডি-সংক্রান্ত আইডিয়া প্রকল্পের কমিউনিকেশন শাখার জুনিয়র কনসালটেন্ট শফিকুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে। ফলে এনআইডি-সংক্রান্ত সব সেবা বুধবার বেলা ২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করছে।’

এর আগে, রক্ষণাবেক্ষণের কারণে গত ১৬ আগস্ট এনআইডি সেবা বন্ধ ছিল। এছাড়া গত জুনে মোবাইল ফোনের সিম বিক্রির জন্য ক্রেতার তথ্যের সত্যতা যাচাইসহ বিভিন্ন সেবার জন্য অপারেটররা এনআইডির সার্ভার ব্যবহারে সমস্যায় পড়েন। এনআইডি সার্ভারে দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে।