রঘুনাথপুরে তিন দিনব্যাপী মহানমযজ্ঞানুষ্ঠান উদ্বোধন

প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ে ৩ দিনব্যাপী মহানমযজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার রাত ৯টায় জেলা পরিষদের চেয়ারম্যান মুন্সী আতিয়ার রহমান এর উদ্বোধন করেন। মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন সওজ, গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক তাপসী দাশ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম।

বিশেষ অতিথি ছিলেন জেলা বার সমিতির সাধারণ সম্পাদক এম. জুলকদর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, ইউপি চেয়ারম্যান শেখ মঞ্জুর আলী, সাবেক ইউপি চেয়ারম্যান সরোজ কান্তি বিশ্বাস, সর্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি রমেন্দ্রনাথ সরকার প্রমুখ।