প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে পোলট্রি খামার ব্যবস্থাপনায় ও হিটস্ট্রেস নিয়ন্ত্রণ শীর্ষক ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আনোয়ার শিটের আয়োজনে এ প্রশিক্ষণে ৫০ জন পোলট্রি খামারি অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মো. আব্দুল হালিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক সুশান্ত কুমার বিশ্বাস, সহঃপ্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, ডিলার কাউম সরদার, সেলস এক্সিকিউটিভ মো. হাবিবুর রহমান, এরিয়া সেলস ম্যানেজার মো. নুরুজ্জামান প্রমুখ।