Print Date & Time : 15 September 2025 Monday 4:24 am

রপ্তানি আয়ের স্থানীয় মূল্য রাখা যাবে ডলারে

নিজস্ব প্রতিবেদক: এখন থেকে রপ্তানি আয় স্থানীয় মূল্য সংযোজন করে তা বৈদেশিক মুদ্রায় বা ডলারে রাখা যাবে। গতকাল বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়েছে, এখন থেকে প্রত্যাবাসিত রপ্তানি আয়ের মূল্য সংযোজন অংশ সর্বোচ্চ ১৫ দিনের জন্য বৈদেশিক মুদ্রায় সংরক্ষণের সুযোগ দেয়া হয়েছে। এসময় তহবিল থেকে সংশ্লিষ্ট ব্যাংক রপ্তানিকারকের ব্যাক টু ব্যাক ব্যতীত অন্যান্য আমদানি দায় পরিশোধে ব্যবহার করতে পারবে। এর আগে গত মে ২৯ প্রত্যাবাসিত রপ্তানি মূল্যের স্থানীয় মূল্য সংযোজন অংশ পরবর্তী কর্মদিবসে নগদায়নের জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছিল। নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট তহবিলের অর্থব্যয় না হলে তা ১৫ দিন পর নগদায়ন করতে হবে। তবে রপ্তানিকারক চাইলে ১৫ দিনের আগেই বৈদেশিক মুদ্রা টাকায় নগদায়ন করতে পারবে।