এনার্জিপ্যাক সম্প্রতি ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ে অসামান্য অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি (স্বর্ণপদক) পেয়েছে। টানা চতুর্থবারের মতো এই ট্রফি অর্জন করল প্রতিষ্ঠানটি। ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এনার্জিপ্যাকের শীর্ষ নির্বাহীর হাতে এই ট্রফি তুলে দেয়া হয়। এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষে পরিচালক ও সিইও ইঞ্জিনিয়ার রবিউল আলম বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে ট্রফি গ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 11 September 2025 Thursday 11:50 am
রপ্তানি খাতে অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি পেল এনার্জিপ্যাক
শিল্প-বাণিজ্য ♦ প্রকাশ: