নিজস্ব প্রতিবেদক: দেশীয় বস্ত্র খাতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা পাওয়ার শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে রপ্তানি নগদ সহায়তা পেতে হলে স্থানীয় মূল্যের সঙ্গে ন্যূনতম ২০ শতাংশ সংযোজন করতে হবে। আগে এর সর্বনি¤œ হার ছিল ৩০ শতাংশ। গতকাল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
আগে নগদ সহায়তা পাওয়ার জন্য ১০০ টাকার পণ্য আমদানি করে এর সঙ্গে ন্যূনতম ৩০ টাকার মূল্য সংযোজন করে রপ্তানি করতে হতো। এখন তা কমিয়ে ২০ টাকা করা হয়েছে। অর্থাৎ আগে স্থানীয় মূল্য সংযোজন হার ৩০ শতাংশ ছিল, এখন ২০ শতাংশ করা হয়েছে।
এতে বলা হয়, ২০২১-২২ অর্থবছরে জাহাজিকৃত রপ্তানি চালানের বিপরীতে দাখিলকৃত অনিষ্পন্ন আবেদনগুলোসহ এ সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী সময়ে দাখিলযোগ্য আবেদনের ক্ষেত্রে আলোচ্য নির্দেশনা কার্যকর হবে। বস্ত্র খাতে রপ্তানি নগদ সহায়তা প্রদান সংশ্লিষ্ট সব এফই প্রজ্ঞাপনের অন্যান্য প্রযোজ্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট সব পক্ষকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।