Print Date & Time : 2 August 2025 Saturday 1:34 pm

রবির দুরন্ত মেগা ক্যাম্পেইনে বিক্রয় প্রতিনিধিরা পুরস্কৃত

শেয়ার বিজ ডেস্ক : কর্মদক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘দুরন্ত মেগা ক্যাম্পেইন’-এর আওতায় ঢাকা মেট্রো অঞ্চলের রবি ও এয়ারটেলের বিক্রয় প্রতিনিধিদের পুরস্কৃত করেছে অপারেটরটি। পণ্য বিক্রি ও সেবা প্রদানের নির্দিষ্ট লক্ষ্য পূরণ করে পুরস্কার হিসেবে ২৪ বিক্রয় প্রতিনিধি জিতে নিয়েছেন একটি করে মোটরবাইক।

দেশজুড়ে চলা ‘দুরন্ত মেগা ক্যাম্পেইন’-এর আওতায় বিক্রয় প্রতিনিধিদের মোট ৩৪০টি মোটরবাইক প্রদান করছে অপারেটরটি। গত ৭ সেপ্টেম্বর থেকে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর টিভিএস এবির হেডকোয়ার্টার তেজগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিক্রয় প্রতিনিধিদের মাঝে মোটরবাইকগুলো বিতরণ করেন রবির চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তব এবং টিভিএস এবি’র সিইও বিপ্লব কুমার রায়।

এ সময় রবির সেন্ট্রাল ক্লাস্টার মার্কেট ডিরেক্টর মুহাম্মাদ মেহেদী হাসান, হেড অব সেলস অপারেশন দিদারুল হাসান সিদ্দিকী, রবির ঢাকা মেট্রোর রিজিওনাল ম্যানেজার বিপ্লব ব্যানার্জী, এয়ারটেলের রিজিওনাল ম্যানেজার সিকদার মোহাম্মাদ আমীর খসরু, ডিস্ট্রিবিউশন ডেভেলপমেন্ট টিম ও ঢাকার ডিস্ট্রিকের সেলস ম্যানেজারসহ অন্যান্য পদস্থ’ কর্মকর্তা এবং রবি ও এয়ারটেলের বিজয়ী বিক্রয় প্রতিনিধিসহ পরিবেশকরা উপস্থিত ছিলেন।