Print Date & Time : 31 August 2025 Sunday 12:14 pm

রবির পর্ষদ সভা স্থগিত

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভার নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী রবি আজিয়াটা লিমিটেডের পর্ষদ সভা গত ১০ ফেব্রুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সেটি অনুষ্ঠিত হয়নি। নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানাবে কোম্পানিটি।

সূত্রমতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।