নিজস্ব প্রতিবেদক:‘এন’ থেকে ‘বি’ ক্যাটেগরিতে গেল পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি ২০২১ সালের ৩১ মার্চ সমাপ্ত তিন মাসের জন্য অন্তর্বর্তীকালীন ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তাই ‘এন’ ক্যাটেগরি থেকে ‘বি’ ক্যাটেগরিতে গেল কোম্পানিটির শেয়ার। ‘বি’ ক্যাটেগরির অধীনে আজ সোমবার থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৪ পয়সা। ৩১ মার্চ ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৬৬ পয়সা, যা ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে ছিল ১৩ টাকা ৯০ পয়সা। আর প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে এক টাকা ৬৮ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৮৭ পয়সা।
কোম্পানিটি ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ছয় হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫ হাজার ২৩৭ কোটি ৯৩ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ এক হাজার ৪৩০ কোটি ৩৪ লাখ টাকা। কোম্পানিটির মোট ৫২৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৮৯৫ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৯০ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১ দশমিক ৬৫ শতাংশ, বিদেশি শূন্য দশমিক শূন্য দুই শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৮ দশমিক ৩৩ শতাংশ শেয়ার রয়েছে।