রবীন্দ্র, নজরুল ও শেকসপিয়র কার্নিভাল অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) গতকাল দিনব্যাপী রবীন্দ্র, নজরুল ও শেকসপিয়র কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মোহাম্মদপুরের আদাবরের ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বিইউর ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ কামরুল হাসান, রেজিস্ট্রার মো. মাহবুবুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আমিরুল আলম খান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান শেখ আলাউদ্দিন। বিজ্ঞপ্তি