নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানে যেসব পণ্যের চাহিদা বাড়ে, এত দিন সেসব পণ্যের দাম ছিল বেশি। এখন রমজানের শেষভাগে কমছে এসব পণ্যের চাহিদা। ফলে কমতে শুরু করেছে দামও। গতকাল বাজারে ছোলা, চিনি, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, শসা, লেবু, বেগুনসহ বিভিন্ন সবজির দাম আগের সপ্তাহের তুলনায় কম ছিল।
রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ ও মগবাজার কাঁচাবাজার ঘুরে এমনটা লক্ষ করা গেছে। গত এক সপ্তাহ আগে আমদানি করা রসুনের দাম উঠেছিল ৩২০ টাকা পর্যন্ত। গতকাল সেই রসুনের দাম খুচরা দোকানে ২৮০-৩০০ টাকায় নেমেছে। আমদানি রসুনের দাম বাড়ায় দেশি রসুনের বাড়তি ভাবও আর নেই। বিক্রি হচ্ছে আগের দামেই।
রামপুরা বাজারে মুদি ব্যবসায়ী একরামুল হুদা বলেন, এখন আর রমজানের পণ্য বিক্রি নেই। কারণ সবাই ঈদের বাজার নিয়ে ব্যস্ত। এছাড়া অনেকে বাড়ি চলে যাবেন কয়েক দিনের মধ্যে। ফলে বাজারে আর ওইসব পণ্য কিনতে
আসছেন না।
এদিকে মগবাজারে সবজি বিক্রেতা রতন দাস বলেন, এখন তো সবাই ফ্রিজ খালি করছেন। কারণ সবাই গ্রামে চলে যাবেন। ফ্রিজে জমা থাকা সব সবজি খাচ্ছেন। সবজির বাজারে আসছেন না।
এদিকে পবিত্র শবেবরাতের আগেই চিনির দাম ৬৪-৬৫ টাকা থেকে বেড়ে ৬৮-৭০ টাকায় উঠেছিল। রমজানের পর তা বেড়ে কেজিপ্রতি ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হয়। তবে গতকাল বাজার ঘুরে দেখা যায়, খোলা চিনির দাম কমে ৬৭-৬৮ টাকায় বিক্রি হচ্ছে। তবে প্যাকেট চিনির দাম আগের মতো ৭২ টাকায় বিক্রি হচ্ছে। সঙ্গে পেঁয়াজের দামও কমেছে। দেশি পেঁয়াজের দাম কেজিতে চার টাকা কমে ২৮ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ টাকায়।
একইভাবে বাজারে ছোলার দাম রমজানে কেজিতে ৭ থেকে ১২ টাকা পর্যন্ত বেড়েছিল। গতকাল প্রতি কেজি ছোলা আগের তুলনায় কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা কমে ৭৮ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। কমেছে বিভিন্ন প্রকার ডালের দাম।
কারওয়ান বাজারে ডাল বিক্রেতা মানিক মিয়া বলেন, রমজান শেষ হলে চাহিদা একেবারেই কমে যাবে। বিশেষ করে ছোলা বিক্রি খুবই কম হবে। তাই এখন ব্যবসায়ীরা লাভ ছেড়ে এসব বিক্রি করার চেষ্টা করছেন। ফলে দাম কমছে।
এদিকে সবজির বাজারেও দাম কমতে শুরু করেছে। যে বেগুন আগে বিক্রি হতো ৬০ টাকায়, গতকাল তা কেজিপ্রতি ৪০ টাকায় বিক্রি হয়েছে। এমনি করে দেশি জাতের শসা কেজিপ্রতি ১০ টাকা কমে ৪০ টাকা বিক্রি হচ্ছে। কমেছে ধনেপাতা ও লেবুর দামও। অন্যান্য সবজির মধ্যে পটোল, কাঁকরোল, ঢেঁড়শ, চিচিঙ্গা, ধুন্দল ও ঝিঙা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে।
কারওয়ান বাজার থেকে সবজি কিনছিলেন শফিক হোসেন। পরে তিনি বলেন, সবজির দাম অন্য গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫ থেকে ১০ টাকা কম। তবে কয়েক দিন পর গ্রামে বাড়ি যাবো বলে বেশি কিনছি না।