Print Date & Time : 3 August 2025 Sunday 4:54 am

রয়েল এনফিল্ড এখন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে

শেয়ার বিজ ডেস্ক: ১৯৪৮ সালে মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড জি২ তৈরি করে। ২০০৮ সালে এর নতুন ভার্সন ক্লাসিক ৩৫০ তৈরি করে প্রতিষ্ঠানটি। এ মডেলটি চাঙা করে রয়্যাল এনফিল্ডকে। ফলে বিশ্বের সব অঞ্চলে এর কদর বাড়ে। এবার এর বিক্রি শুরু হলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। খবর: হিন্দুস্তান টাইমস।

গত ১২ বছরে ৩০ লাখের বেশি ক্লাসিক ৩৫০ বিক্রি হয়েছে বিশ্বজুড়ে। বর্তমানে এটি রয়েল এনফিল্ডের সর্বাধিক বিক্রীত মডেল। প্রতিষ্ঠানটির মোট বিক্রিতে এর অবদান প্রায় ৭০ শতাংশ।

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড। বৈশ্বিক বাজারে এর চাহিদা রয়েছে। তবে কভিড-১৯ মহামারির কারণে নতুন মডেলের বিক্রিতে কিছুটা ভাটা পড়লেও উৎপাদন কমায়নি প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, নতুন প্রজšে§র ক্লাসিক ৩৫০ গত বছর সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়। এরপর ফিলিপাইনে। দেশ দুটিতে এর বিক্রি বেড়েছে।  এরই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিক্রির ঘোষণা দেয়া হলো।

ক্লাসিক ৩৫০-এর চারটি সিরিজ রয়েছে। এর হ্যালিকন ও সিগন্যালস সিরিজের দাম যথাক্রমে সাত হাজার ৯৯০ ও আট হাজার ২৯০ অস্ট্রেলিয়ান ডলার। ডার্ক ও ক্রোম সিরিজের দাম যথাক্রমে আট হাজার ৬৯০ ও আট হাজার ৭৯০ অস্ট্রেলিয়ান ডলার।