জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) গতকাল ব্যাংকের পক্ষ থেকে রাকাব প্রধান কার্যালয় চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু অঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করা হয় এবং পরে ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মো. রইছউল আলম মণ্ডলের ভার্চুয়াল উপস্থিতি ও অংশগ্রহণের মাধ্যমে জাতির পিতার জš§বার্ষিকী ও ‘জাতীয় শিশু দিবস, ২০২৩’ উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
