Print Date & Time : 5 September 2025 Friday 6:10 pm

রাকাব ই-ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত হলো বিকাশ

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ই-ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ। এ উপলক্ষে গতকাল ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত রাকাব ই-ব্যাংকিং অ্যাপ বাস্তবায়ন অগ্রগতি ও বিকাশ লেনদেন উদ্বোধন বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় রাকাবের মহাব্যবস্থাপক মো. কামিল বুরহান ফিরদৌস, মো. বাবর আলী, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, প্রধান কার্যালয়ের সব উপ-মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান, সব জোনাল ব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক প্রমুখ সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি