রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটিতে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করেছেন বেসরকারি জনকল্যাণমূলক উন্নয়ন প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার রাঙামাটি শিশু পার্কে ‘সবুজায়নে শক্তি’ সেøাগানে ফাউন্ডেশনটি ৩০টি গাছের চারা রোপণ করেন। জেলা প্রশাসক মিজানুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। তাছাড়া সকালে রানী দয়াময় উচ্চবিদ্যালয়ে ২০ চারা রোপণ করেন বলে জানান তারা। এ সময় শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর নাজমুল আহসান, রিজিওনাল হেড মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।