Print Date & Time : 14 September 2025 Sunday 4:40 am

রাঙামাটিতে ‘রাঙামাটি রিপোটার্স ফোরাম’ নামে নতুন সাংবাদিক সংগঠনের যাত্রা


প্রতিনিধি, রাঙামাটি : “মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল সাংবাদিক সংগঠন” এ স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে কর্মরত তরুণ সংবাদকর্মীদের নিয়ে ‘রাঙামাটি রিপোটার্স ফোরাম (আরআরএফ)’ নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

২৬ মার্চ (রবিবার) মহান স্বাধীনতা দিবসে তিন পার্বত্য জেলার জনপ্রিয় পত্রিকা দৈনিক পার্বত্য চট্টগ্রাম কার্যালয় মিলনায়তনে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে নীরবতা পালন করা হয়। পাশাপাশি মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে সংগঠনটির ভবিষ্যত কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

পরে দেশের প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের রাঙামাটি জেলা প্রতিনিধি সাইফুল হাসানকে সভাপতি ও আরেক প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের রাঙামাটি জেলা প্রতিনিধি মিশু মল্লিককে সাধারণ সম্পাদক, দৈনিক শেয়ার বিজের রাঙামাটি জেলা প্রতিনিধি কাইমুল ইসলাম ছোটনকে কোষাধ্যক্ষ এবং দৈনিক পার্বত্য চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসানকে প্রচার ও দপ্তর সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।