Print Date & Time : 29 August 2025 Friday 11:37 pm

রাঙামাটিতে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটির নানিয়ারচরে সড়ক দূর্ঘটনায় নেন্সি চাকমা (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত এবং একজন আহত হয়েছেন। ৪ ফেব্রুয়ারি (শনিবার) নানিয়ারচরের হাজাছড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নানিয়ারচরের হাজাছড়ি এলাকায় পাথর ভর্তি ট্রাক ও মোটর সাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নেন্সি চাকমা রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান বলে জানান তিনি।