মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মতো গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে সম্প্রতি দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে রাঙামাটি জেলা পুলিশ এবং বিকাশ। রাঙামাটির পলওয়েল পার্ক অ্যান্ড কটেজের মিলনায়তনে অনুষ্ঠিত ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক কর্মশালায় অংশ নেন জেলা পুলিশের প্রায় ১২০ জন তদন্ত কর্মকর্তা। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, মো. জাহেদুল ইসলাম ও শাহনেওয়াজ রাজু এবং বিকাশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট এফএম তš§য় খান। বিজ্ঞপ্তি

Print Date & Time : 3 September 2025 Wednesday 3:09 am
রাঙামাটি জেলা পুলিশ ও বিকাশের সমন্বয় কর্মশালা
করপোরেট কর্নার ♦ প্রকাশ: