Print Date & Time : 3 September 2025 Wednesday 7:44 pm

রাজধানীতে অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামপুর এলাকা থেকে অস্ত্রগুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর শ্যামপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ আল আমিন ও মোঃ সুমন ওরফে বুশ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১ শ্যামপুর থানার জুরাইন রেলগেট, সিটি কর্পোরেশন মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শ্যামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল আলম বলেন, দুইজন মাদক ব্যবসায়ী শ্যামপুর থানার জুরাইন রেলগেট, সিটি কর্পোরেশন মার্কেটের সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিক্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ আল আমিন ও সুমনকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে শ্যামপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।