Print Date & Time : 20 August 2025 Wednesday 11:31 pm

রাজধানীতে আজ থেকে বাসের ‘গেটলক সিস্টেম’ চালু


শেয়ার বিজ ডেস্ক: রাজধানীর যানজট সমস্যা সমাধানে ঢাকায় বাস পরিচালনায় নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাফিকের গুলশান বিভাগের এক ফেসবুক পোস্ট থেকে জানা যায়, আজ রোববার থেকে চালু হচ্ছে বাসের গেটলক সিস্টেম।

শনিবার রাতে ট্রাফিকের গুলশান বিভাগ এ বিষয়ে ফেসবুক পোস্ট করে। পোস্টে জানানো হয়, মহাখালী বাস টার্মিনাল থেকে এই সিস্টেম চালু হবে।

পোস্টে উল্লেখ করা হয়, মহাখালী বাসস্ট্যান্ড থেকে বাস ছেড়ে প্রথমে কাকলী, তারপর কুর্মিটেলা, খিলক্ষেত এবং সবশেষ আব্দুল্লাহপুর থেকে যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে যাবে। যেসব পরিবহণ এ নিয়ম অমান্য করে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনিব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া যত্রতত্র হাত বাড়িয়ে বাসে না ওঠার জন্য যাত্রীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবহণের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজন সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।