Print Date & Time : 28 August 2025 Thursday 6:02 am

রাজধানীতে বিএনপির অঙ্গ-সংগঠনের বিক্ষোভ

শেয়ার বিজ ডেস্ক: শিক্ষার্থী হত্যা, গায়েবানা জানাজায় হামলা ও বিএনপি অফিসে তালা দেওয়ার’ প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা।

বুধবার বিকালে পুরানা পল্টন থেকে নয়াপল্টন পর্যন্ত বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

এতে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক নেতা মিজানুর রহমান রাজসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী।