Print Date & Time : 15 September 2025 Monday 10:52 pm

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত মঙ্গলবার থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কেএন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামিদের কাছ থেকে ৪৮২টি ইয়াবা ট্যাবলেট, চার কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ১০১ গ্রাম হেরোইন ও সাত বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।