Print Date & Time : 9 September 2025 Tuesday 12:11 pm

রাজধানীতে মাদকসহ আটক ৪৬

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। শনিবার সকাল ৬টা থেকে গতকাল রোববার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬০৩ পিস ইয়াবা, ৪৬ গ্রাম হেরোইন এবং ১৩০ কেজি ৩৩০ গ্রাম গাঁজা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।