Print Date & Time : 29 August 2025 Friday 2:10 pm

রাজধানীতে মাদক বিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শনিবার সকালে ডিএমপির মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৬৪৯ পিস ইয়াবা, ১৫০ পুরিয়ায় ১ কেজি ৭৩০ গ্রাম গাঁজা, ২৬৮ গ্রাম হেরোইন ও ৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১ টি মামলা দায়ের করা হয়েছে।