Print Date & Time : 29 August 2025 Friday 8:45 am

রাজধানীর মালিবাগে এসবি অফিসে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মালিবাগে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  এসবির কন্ট্রোল রুম থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক।

তিনি বলেন, আগুন লাগার পর ভবনের ওই অংশ ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।