Print Date & Time : 8 July 2025 Tuesday 2:15 pm

রাজধানী থেকে ২৭ ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ২৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত বুধবার ও শুক্রবার রাজধানীর হাজারীবাগ, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও শাহবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের রমনা ও লালবাগ বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑআব্দুর রহমান শুভ (২২), ইয়াছিন আরাফাত জয় (১৯), বাবু মিয়া (২৮), ফরহাদ (২১), হƒদয় সরকার (২৪), আকাশ (২০), জনি খান (২২), রোকন (১৮), মেহেদী হাসান ওরফে ইমরান (২৭), মনির হোসেন (৪১), জুয়েল (২২), জাহাঙ্গীর হোসেন ওরফে মাইকেল (৩৬), আজিম ওরফে গালকাটা আজিম (৩৫), শাকিল ওরফে লাদেন (২৪), ইমন (২২), রাজিব (২৫), রাসেল (৩২), মিন্টু মিয়া ওরফে বিদ্যুৎ (৩৯), মাসুদ (৩০), তাজুল ইসলাম মামুন (৩০), সবুজ (৩০), জীবন (২৫), রিয়াজুল ইসলাম (২৫), মুন্না হাওলাদার (১৯), শাকিল হাওলাদার (২০), ফেরদৌস (২২) ও আবুল কালাম আজাদ (৩৪)।

গতকাল এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, রমজান ও আসন্ন ঈদুল ফিতরের নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে চুরি, ছিনতাই-ডাকাতি, অজ্ঞান বা মলম পার্টির বিরুদ্ধে অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

‘তারা দলবদ্ধভাবে ঢাকা শহরের ব্যস্ততম বাস স্টপেজে থেকে কিছু লোককে টার্গেট করে। পরবর্তী সময়ে যাত্রী সেজে বাসে উঠে সুযোগ বুঝে টার্গেট করা ব্যক্তিকে কৌশলে চেতনানাশক খাইয়ে অচেতন করে। এরপর যাত্রীদের সঙ্গে থাকা টাকা ও মূল্যবান জিনিস চুরি করে পালিয়ে যায়।’

গ্রেপ্তারদের মধ্যে ২০ জনের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে লোহার রড, দা, ছোরা, চাকু, চেতনানাশক ট্যাবলেট ও মলম জব্দ করা হয় বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।