Print Date & Time : 13 September 2025 Saturday 12:30 am

রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার প্রয়োজন আছে

নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) খুবই আগ্রহী বলে জানিয়ে বাংলাদেশে ইইউর হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলি বলেছেন, ‘এ বিষয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের ইতিবাচক মন্তব্যে তারা খুশি হবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা এবং কিছু বড় বিষয়ে সমঝোতার প্রয়োজন আছে।’

গতকাল বুধবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে চার্লস হোয়াইটলি এসব কথা বলেন। এদিন চার্লস হোয়াইটলির নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হোয়াইটলি বলেন, ‘নির্বাচনে ইসির প্রস্তুতির বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা বেশি হয়েছে। সবাই চায় একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। সবাই তাদের স্বার্থে এটা চায়। আমরা ইসির কাছে কোনো সুপারিশ করিনি। তারা তাদের কাজ করবে।

হোয়াইটলি বলেন, ‘আমরা আজ ইইউ মিশন থেকে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছি। নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে

 আমাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। গত বছরের জুলাইয়ে শেষ বৈঠকের পর থেকে এটির আরও অগ্রগতি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার বিদেশি মিশনের সঙ্গে কথা বলার জন্য আমাদের স্বাগত জানিয়েছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ।’

ইইউ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় বলে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এ বিষয়ে ইতিবাচক। আমরা মনে করি নির্বাচন কমিশনের কাজ ও অগ্রগতিতে প্রযুক্তি ও পরিচালনা-সংক্রান্ত বিষয় নিয়ে আরও আলোচনা করার সুযোগ রয়েছে।’