Print Date & Time : 21 July 2025 Monday 4:10 am

রাজনৈতিক সংকট নিরসনে প্রয়োজন সর্বদলীয় সংলাপ: বাংলাদেশ ন্যাপ

নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনীতিতে চলমান সংকট নিরসনে সর্বদলীয় সংলাপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। তারা বলেন, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন এখন জনগণের আকাক্সক্ষা। দেশের মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়।

গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির শীর্ষ নেতারা এসব কথা বলেন।

তারা বলেন, শুধু সংঘাতের মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব নয়। সমস্যা সমাধানে প্রয়োজন হলো সংলাপ। আলোচনার টেবিলে বসেই সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। কোনো কিছু চাপিয়ে দেয়ার চেষ্টা কখনও কোনো শুভ ফলাফল বয়ে আনবে না, আনতে পারে না। ১৯৯০ সালে প্রণীত তিন জোটের রূপরেখায় বলা হয়েছিল ভবিষ্যতের সমস্যা আলাপ-আলোচনা করেই সমাধান করবে রাজনৈতিক দলগুলো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ৯০-এর পর আজ পর্যন্ত টেবিলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন রাজনীতিবিদরা। যার ফলে এক-এগারোকে দেশকে বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল।

ন্যাপ নেতারা বলেন, সংকট সমাধানে অবিলম্বে জাতীয় সংলাপ প্রয়োজন। সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান না হলে সামনের দিনে জাতিকে চরম মূল্য দিতে হতে পারে। রাষ্ট্র-সমাজ ও গণতন্ত্রের যে কোনো সংকট থেকে উত্তরণে সংলাপের কোনো বিকল্প নেই। রাজনৈতিক যে কোনো সমস্যা সমাধানে আলোচনা প্রয়োজন। যদিও বাংলাদেশের রাজনীতিতে এই সংস্কৃতি একেবারেই অনুপস্থিত।