রাজবাড়ীতে উচ্ছেদ আতঙ্কে হরিজনরা

প্রতিনিধি, রাজবাড়ী:রাজবাড়ীর বিবেকানন্দপল্লী রেলওয়ের জায়গা থেকে হরিজন সম্প্রদায়ের লোকদের উচ্ছেদ বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, রাজবাড়ী জেলা শাখা।

রেললাইনের পাশে গড়ে ওঠা হরিজনদের নিজস্ব কোনো জায়গা নেই। ছোট ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে পরিবার নিয়ে তাদের বসবাস। চিকিৎসা ও শিক্ষার সুব্যবস্থা নেই। আগে বিভিন্ন দপ্তরে হরিজনদের নির্দিষ্ট কাজের ব্যবস্থা থাকলেও সেখানে এখন বিভিন্ন সম্প্রদায়ের লোকজন কাজ করে।

জানা যায়, ব্রিটিশ আমলে ভারতের অন্ধ্র প্রদেশ, রাজস্থান, মাদ্রাজ ও আসাম থেকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজের জন্য অনেক নারী-পুরুষ এদেশে এসেছিল। তাদের কর্মদক্ষতা ও সহজ-সরল মন-মানসিকতার কারণে দ্রুতই এদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় তারা। বাংলাদেশের বিভিন্ন স্থানে স্থানীয় সরকার কর্তৃক প্রদত্ত জমি, রেলস্টেশনসহ সরকারি খাস জমিতে বসবাস করতে শুরু করে এসব নারী-পুরুষ। মূলত রেলের প্রয়োজনেই রেল এলাকায় গড়ে উঠেছে তাদের বসত।

শহরের ময়লা আর্বজনা পরিষ্কার করা এই সম্প্রদায় মূলত হরিজন ও দলিত সম্প্রদায় হিসেবেই পরিচিত। পৃথিবী এগিয়ে গেলেও দুঃখের বিষয় শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া এসব হরিজন এখন নিজেদের মাথা গোঁজার ঠাঁই নিয়ে আতঙ্কে আছে।

রাজবাড়ী রেলস্টেশন কলোনিতে ব্রিটিশ শাসনামল থেকে বসবাস করে আসছে হরিজন সম্প্রদায়ের প্রায় ১২০টি পরিবারের প্রায় ৫০০ লোকজন। রাজবাড়ী রেললাইন উন্নয়ন প্রকল্পের জন্য উচ্ছেদ হতে পারে এই কলোনিটি। এতে হুমকির মুখে রয়েছে হরিজনদের শত বছরের পুরোনো এই আশ্রয়স্থল।

হরিজন সম্প্রদায়ের নেতারা বলেন, শুনেছি রাজবাড়ীতে রেলের বড় বড় অফিস এবং লোকো কারখানার জন্য জায়গা দরকার। সরকারের তো অনেক জায়গা রয়েছে। ইচ্ছা করলে আমাদের জায়গা দিতে পারে। আমরা এ দেশের নাগরিক, আমাদের জš§ এখানে। সরকার যখন কাউকে গৃহহীন রাখবে না বলে ঘোষণা দিয়েছে, তখন আমাদের উচ্ছেদ করা হবে কেন? আমরা আশা করছি আমাদের জন্যও এরকম কোনো উদ্যোগ নেয়া হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষরেদর সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকির আব্দুল জব্বার, ওয়ার্কার্স পার্টির রাজবাড়ী জেলা শাখার সভাপতি জোতি শংকর ঝন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠিক সম্পদক অসিম কুমার পাল, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হোসেন, এনজিও কর্মকর্তা লুতফর রহমান লাবু, হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি বাসুদেব মণ্ডল, সাবেক সভাপতি রবি লাল প্রমুখ।