প্রতিনিধি, রাজবাড়ী : বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের বাড়িঘর মেরামত ও পুনর্নির্মাণের লক্ষ্যে মানবিক সহায়তা হিসেবে বিনা মূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সদর উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন সংসদ সদস্য কাজী কেরামত আলী।
উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, ভাইস চেয়ারম্যান মো. রকিবুল হাসান পিয়াল।
১৫৩টি পরিবার এর মাঝে নগদ তিন হাজার টাকা ও এক বান্ডিল ঢেউ টিন বিতরণ করা হয়।