Print Date & Time : 24 July 2025 Thursday 8:10 am

রাজবাড়ীতে নতুন করে করোনা আক্রান্ত ৫৭ জন

প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীতে নতুন করে ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাজবাড়ীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৮৮ জনে। গতকাল শনিবার রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সর্বশেষ প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মোট ৩৮৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২৮ জন, বালিয়াকান্দিতে ১০ জন, পাংশায় তিনজন, কালুখালীতে ১৪ জন, গোয়ালন্দে দু’জন রয়েছেন।