শেয়ার বিজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় রাজবাড়ী-১ আসনের আলীপুর ইউনিয়নের বারবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের নৌকার কেন্দ্র আহ্বায়ক আসিকুর রহমান আলমগীরকে (৩৫) কুপিয়ে জখম করা হয়েছে। তাঁকে গুরুত্বর অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলমগীর বারবাকপুর গ্রামের দুলাউল্লা গাজীর ছেলে এবং আলীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান মিন্টু বলেন, গত রবিবার রাজবাড়ী-১ আসনের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ছিলেন কাজী কেরামত আলী। তিনি এবারসহ ছয়বার এমপি হিসেবে নির্বাচিত হলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস।
তিনি আরো জানান, আলাদীপুর স্কুল কেন্দ্রে ট্রাক প্রতীকের এজেন্ট ছিলেন মধ্যপাড়া গ্রামের আফিল সেখের ছেলে সাজিদ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সাজিদসহ বেশ কয়েকজন একাধিক মোটরসাইকেলে বারবাকপুর বাজারে আসে এবং আলমগীরকে ঘিরে ধরে মারপিট করার পাশাপাশি তাঁকে কুপিয়ে জখম করে। ওই সময়ই স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শারমিন জাহান জানান, আহত আলমগীরকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তার জখমের আঘাত মারাত্মক। ভেতরে তিনটি ও বাইরে তিনটি সেলাই দেওয়া হয়েছে।
রাজবাড়ী থানার এসআই হুমায়ুন রেজা জানান, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।