Print Date & Time : 27 July 2025 Sunday 1:10 pm

রাজবাড়ীতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

প্রতিনিধি, রাজবাড়ী: দুগ্ধ দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডিসি আবু কায়সার খান।

‘পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধশিল্প’ শিরোনামে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল হক সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহাবুর রহমান শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ প্রমুখ।

সভায় জানানো হয়, দুগ্ধ উৎপাদনে রাজবাড়ী উদ্বৃত্ত জেলা হিসেবে পরিচিত। এ জেলার মোট চাহিদা এক লাখ মেট্রিক টন। জেলায় বর্তমানে ছয় লাখ ৫৭ হাজার লিটারের বেশি দুগ্ধ উৎপাদন হয়। আলোচনা সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও দুগ্ধ খামারিরা অংশগ্রহণ করেন।