Print Date & Time : 4 September 2025 Thursday 4:55 am

রাজবাড়ীতে ব্যবসায়ীকে হত্যা অস্ত্রসহ দুই আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীতে চাঞ্চল্যকর পোলট্রি ব্যবসায়ী আরিফুল ইসলাম রকি (২৯) হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহার করা দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা ও একটি রাবারের মুখোশ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ী জেলার চরখানখানাপুর এলাকার মো. রাকিব শেখ (৩৪) ও কুষ্টিয়া জেলার মো. ইয়ামিন আলী (২২)। গতকাল দুপুর ১২টায় রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গত শনিবার বিকাল সাড়ে ৫টায় খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউটের সামনে দুটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে আরিফুল ইসলাম রকিবকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় রকিবের বাবা রাজ্জাক শেখ বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হত্যায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটে। নিহত রকিবের সঙ্গে পাঁচ মাস আগে রাকিব ও ইয়ামিনদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার রেশ ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, মো. শাহনেওয়াজ, মো. মাইনউদ্দিন চৌধুরী, ডিআইও ওয়ান মো. সাইদুজ্জামান প্রমুখ।