রাজবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস উপলক্ষে মতবিনিময় সভা

প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীতে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ২০২১’ উদ্যাপন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ১১টায় রাজবাড়ী সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে ৪০ সাংবাদিকের সঙ্গে এ ওরিয়েন্টেশন কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে রাজবাড়ী সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটনের সভাপতিত্বে বক্তব্য দেন রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক খন্দকার আব্দুল মতিন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস প্রমুখ।

রাজবাড়ীতে ৫ থেকে ১৯ জুন পর্যন্ত জেলার পাঁচটি উপজেলা, তিনটি পৌরসভা ও ইউনিয়নে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় ছয় থেকে ১১ মাস বয়সী ১৫ হাজার ৭৪৫ এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ১৭ হাজার ৭৭ শিশুসহ মোট এক লাখ ৩২ হাজার ৮২২ শিশুকে টিকার আওতায় আনা হবে।

অনুষ্ঠানে ভিটমিন ‘এ’র গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, ছয় থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মতবিনিময় সভায় শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানোর প্রয়োজনীয়তা সম্পর্কে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে নানা তথ্য উপস্থাপন করেন ডা. নুজহাত সুলতানা।