Print Date & Time : 30 August 2025 Saturday 12:55 pm

রাজবাড়ীতে ভিটামিন-‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা

প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীতে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০২৩ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪জুন) বেলা ১২টায় রাজবাড়ী সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে ৪০ জন সাংবাদিকদের সাথে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী প্রেসক্লাববের সভাপতি খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক ও মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক, খন্দকার আব্দুল মতিন, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল কুদ্দুস বাবু, গ্লোবাল টেলিভিশন এর রাজবাড়ী প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম।

রাজবাড়ীতে আগামী ১৮জুন দিন ব্যাপী জেলার ৫টি উপজেলায়, ৩টি পৌরসভা ও ৪২টি ইউনিয়নের শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস।
ওরিয়েন্টেশন কর্মশালায় শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানোর প্রয়োজনীয়তার ওপর মাল্টিমিডিয়ার প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।

শিশুদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী হলো ১৬ হাজার ৫৬১জন এবং ১২ মাস থেকে ৫৯মাসের শিশুর সংখ্যা ১লক্ষ ১৯হাজার ৫১৯জন। মোট শিশুর সংখ্যা ১লক্ষ ৩৬ হাজার ৮০জন।

ভিটমিন ‘এ’র গুরত্ব তুলে ধরে বক্তারা বলেন, ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুরা যাতে কোনোক্রমেই ভিটামিন ‘এ’ খাওয়া থেকে বাদ না পড়ে।

রাজবাড়ীর বিভিন্ন এলাকায় পত্রিকা ও টিভি চ্যানেলের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে হবে। যাতে সবাই এ ব্যাপারে আরো বেশি সচেতন হতে পারে। সভায় রাজবাড়ীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত ৪০জন সাংবাদিক উপস্থিত ছিলেন।